Sunday, January 10, 2016

কাপড় খোলা অভিনয়ের অন্যতম যোগ্যতা: জাকিয়া বারী মম


প্রথমআলোটোয়েন্টিফোর.কম ডেক্স: ২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার এর প্রথমস্থান অর্জনকারী জাকিয়া বারী মম। সুপারস্টার হওয়ার পর থেকেই কাজ করছেন মিডিয়া জগতে। চলচিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন এই উদীয়মান তারকা।


 বেশ আক্ষেপর সুরেই বলেছেন এখন ছবিতে কাজ করতে শুধুমাত্র অভিনয় জানলেই হয়না। পাশাপাশি অনেক অনেক গোপন কাজও করতে হয়। কিন্তু আমি আমার কাজকে অনেক শ্রদ্ধা করি তাই আমার দ্বারা ঐ কাজগুলো করা সম্ভব নয়।তিনি বলেন, মিডিয়াতে যে গুজবগুলো রটে সেগুলো এমনি এমনি রটে না, কারন অনেকেই আছেন যারা মিডিয়াতে কাজ করার সুযোগ পাওয়ার জন্য নিজের কাপড় খুলতেও দিধাবোধ করেনা।সে হিসেব করলে আমি সিনেমায় কাজ করার যোগ্যতাই রাখিনা। আমি আমার সততা, আর বিবেক ধংস করে কোন সিনেমায় কাজ করতে পারবো না।

তিনি চলচিত্রে তার শেষ কাজটি করেন “ছুঁয়ে দিলে মন” সিনেমায়। এরপর  ভালো কোনো ছবি না পাওয়া পর্যন্ত চলচিত্রে কাজ করবো বলেও জানায় এ গুনী অভিনেত্রী। ২০০৭ সালে “দারুচিনি দ্বীপ”  চলচিত্রে অভিনয়ের মাধ্যমে তার পথ চলা শুরু হয়। এ চলচিত্রটিতে অভিনয় করে “জাতীয় চলচিত্র সেরা অভিনেত্রী” পুরস্কারও লাভ করেন।
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন