Saturday, January 9, 2016

ক্রিকেটার মুস্তাফিজকে ভোট দিতে ক্লিক করুন



ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সাইট “ক্রিকইনফো” ২০১৫’র বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন ঘোষনা করেছে। বর্ষসেরাদের তালিকায় একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বর্ষসেরা অধিনায়ক বিভাগে মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবাল, ওয়ানডে ব্যাটসম্যান তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।




এছাড়া ও বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার বিভাগে মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজ। সাধারণ পাঠকেরা কেবল বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার বিভাগে ভোট দিতে পারবেন। ভোট দিতে হবে ক্রিকইনফোর ওয়েব ভোট দেওয়ার জন্য পাঠকদের নিচের লিংকটিতে ক্লিক করতে হবে—


লিংকটি খুললেই দেখবেন বর্ষসেরা উদীয়মান দশজন খেলোয়াড়য়ের ছবিসহ তালিকা। ২০১৫ এ তাঁদের পারফরম্যান্সও দেওয়া আছে। কম্পিউটার থেকে ঢুকলে প্রথম সারির ডানদিকে পাবেন মুস্তাফিজের ছবি। মোবাইল থেকে মুস্তাফিজের ছবি পাবেন দুই নম্বরে। সেখানে মুস্তাফিজের ছবিটিতে ক্লিক করে পেজের একবারে নিচে চলে যেতে হবে। সেখানে নিজ নিজ নাম ও নিজের ই-মেইল আইডি দিতে হবে।সবশেষ ‘Vote Now’ এ ক্লিক করলেই আপনার ভোট দেওয়া সম্পন্ন হয়ে যাবে।
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন