
এছাড়া ও বর্ষসেরা উদীয়মান
ক্রিকেটার বিভাগে মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজ। সাধারণ পাঠকেরা কেবল বর্ষসেরা উদীয়মান
ক্রিকেটার বিভাগে ভোট দিতে পারবেন। ভোট দিতে হবে ক্রিকইনফোর ওয়েব ভোট দেওয়ার জন্য পাঠকদের নিচের
লিংকটিতে ক্লিক করতে হবে—
লিংকটি খুললেই দেখবেন বর্ষসেরা
উদীয়মান দশজন খেলোয়াড়য়ের ছবিসহ তালিকা। ২০১৫ এ তাঁদের পারফরম্যান্সও দেওয়া আছে। কম্পিউটার
থেকে ঢুকলে প্রথম সারির ডানদিকে পাবেন মুস্তাফিজের ছবি। মোবাইল থেকে মুস্তাফিজের ছবি
পাবেন দুই নম্বরে। সেখানে মুস্তাফিজের ছবিটিতে ক্লিক করে পেজের একবারে নিচে চলে যেতে
হবে। সেখানে নিজ নিজ নাম ও নিজের ই-মেইল আইডি দিতে হবে।সবশেষ ‘Vote Now’ এ ক্লিক করলেই
আপনার ভোট দেওয়া সম্পন্ন হয়ে যাবে।
0 comments:
Post a Comment