![]() |
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল |
গত বেশ কয়েকটি সিরিজে বাংলাদেশ অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। বিশ্বের বাঘা বাঘা সব দলকে নাকানি চুবানি খাইয়েছে। সবশেষ এশিয়া কাপ টি-২০ তে বাংলাদেশ খুব লড়াই করে হেরেছে। অল্পের জন্য ট্রফি হাতে নিতে পারেনি।
এশিয়া কাপ শেষ হতে না হতে ভারতের মাটিতে শুরু হয়েছে। বিশ্ব শ্রেষ্ঠতের লড়াই টি-২০ বিশ্বকাপ। ভারতের হিমাচল প্রদেশে ধমশালা স্টেডিয়ামে বাংলাদেশ ইতিমধ্যে বাচাই পবের প্রথম ম্যাচে নেদারল্যান্ড কে ৮ রানে পরাজিত করে মূল পবে খেলার জন্য একধাপ এগিয়ে গেলো।
শুধুই কি এগিয়ে গেল পরিসংখ্যান বলছে বাংলাদেশ এবার টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। যে পরিসংখ্যানটি আপনি হয়তো জানেন না। নিচে দেখে নিন যেভাবে চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ!!
১) ২০০৯ সালের টি২০ বিশ্বকাপের, স্বাগতিক ছিলো ইংল্যান্ড আর চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।
.
২) ২০১০ সালের টি২০ বিশ্বকাপের স্বাগতিক ছিলো ওয়েস্ট ইন্ডিজ, চ্যাম্পিয়ন হয়েছে আগের বছরের স্বাগতিক ইংল্যান্ড।
৩) ২০১২ সালের টি২০ বিশ্বকাপের স্বাগতিক ছিলো শ্রীলংকা, চ্যাম্পিয়ন হয় আগের বছরের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
৪) ২০১৪ সালের টি২০ বিশ্বকাপের স্বাগতিক ছিলো বাংলাদেশ, চ্যাম্পিয়ন হয়েছে আগের বছরের স্বাগতিক শ্রীলংকা।
.
৫) ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের স্বাগতিক ভারত, তাহলে আপনিই বলুন এবার বিশ্ব চ্যাম্পিয়ন কারা...............?????
.
২০০৯ সাল থেকে পরিসংখ্যান বলছে যারা স্বাগতিক হয়েছে পরের বছর তারাই চ্যাম্পিয়ন
হয়েছে! তাহলে কি এবার বাংলাদেশ নয়?????
0 comments:
Post a Comment