প্রথম আলো২৪ ডেস্ক:
চট্টগ্রামস্থ নাঙ্গলকোট উপজেলা সমিতি’র বাষিক বনভোজন আগামী ১১ মাচ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এবারে সমিতির সদস্যরা চট্রগ্রামের প্রকৃতি কন্যা কাপ্তাই লেকে বনভোজনের আয়োজন করতে যাচ্ছেন।
বনভোজনে অংশগ্রহনে ইচ্ছুক সমিতির সদস্যদের এই (০১৮৫৫৯২৯৭৯৭) নাম্বারে যোগাযোগ করে এক হাজার (১০০০) টাকার বিনিময়ে টিকেট সংগ্রহ করার অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি প্রকৌশলী রুহুল আমিন।
এছাড়াও পরিবারের অন্যান্য সদস্য/ছাত্র-ছাত্রী ৫০০ টাকা ও শিশু (১২ বছররের নিচে) ৩০০ টাকা নিধারণ করা হয়েছে।

ইতিমধ্যে বনভোজনে স্থান কাপ্তাই লেক পরিদশন করে এসেছেন সমিতি নেতৃবৃন্দ।
সমিতি নেতৃবৃন্দ আরও জানান, বনভোজনের অনুষ্ঠান সূচীতে সবার জন্য জন্য খেলাধুলা, রাফেল ড্র ও সঙ্গীত অনুষ্ঠানের অয়োজন থাকবে।
0 comments:
Post a Comment