![]() |
সৌজন্য: গেটি ইমেজ |
প্রথম আলো২৪ ডেক্স:
এশিয়া
কাপের ফাইনালে আগামী ৬ মার্চ ভারতের
মুখোমুখি হবে বাংলাদেশ।
আর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ তারিখ ধর্মশালায়। ফলে
ফাইনাল খেলেই ভারতের উদ্দেশে
দৌড়াতে হবে টাইগারদেরে।
কিন্তু বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। ৭ ও ৮ মার্চ
দিল্লী থেকে ধর্মশালার কোনো
ফ্লাইট নেই। সেখানে
বাংলাদেশীদের যেতে হলে দিল্লী
থেকে সরাসরি বাসে যেতে
হবে, এতে সময় লাগবে
১১ ঘণ্টা। যেটা
এক কথায় অসম্ভব!
বুধবার
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দেখতে আসা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ
সমস্যাটির কথা বলেছিলেন বিসিবির
প্রধান নাজমুল হাসান পাপন। সব
কিছু শুনে ক্রিকেটমোদী আমাদের
প্রধানমন্ত্রী আশ্বাস দেন, দরকার
হলে বাংলাদেশ ক্রিকেট দলকে ভাড়া করা
নিজস্ব বিমানে ঢাকা থেকে
ধর্মশালা নিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রীর
এই আশ্বাসে এখন ৭ মার্চ
সকালেই ঢাকা থেকে নিজস্ব
বিমানে (চার্টার্ড ফ্লাইটে) চেপে ধর্মশালায় যাবেন
বাংলাদেশ ক্রিকেট দল।
0 comments:
Post a Comment