Tuesday, April 26, 2016

দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত হত্যাকাণ্ড: প্রধানমন্ত্রী


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তদের হামলায় জোড়া খুনের ঘটনাকে পরিকল্পিত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “এ জাতীয় হত্যাকাণ্ড সাধারণ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নয়, দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবেই এসব ঘটানো হচ্ছে। দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে, তখন বেছে বেছে এই হত্যাকাণ্ডগুলো করা হচ্ছে।”

সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভা উপলক্ষে নির্ধারিত অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি দেশবাসীকে এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে এবং এ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। সবাই মিলে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।”

তিনি বলেন, “এই গুপ্তহত্যা কারা ঘটাচ্ছে সকলেই বোঝেন। নানারূপে বিএনপি-জামায়াত এগুলো করছে। গত নির্বাচনের সময় থেকে দেশকে অস্থিতিশীল করতে তারা মানুষ পুড়িয়ে মারাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এখন ব্যর্থ হয়ে গুপ্তহত্যা করছে।”

হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সূত্র: বাংলানিউজ
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন