Monday, April 25, 2016

দৌলখাঁড়কে মডেল ইউনিয়নে পরিণত করলেন সিরাজুল আলম

স্টাফ রিপোর্টার,  প্রথম আলো টোয়েন্টিফোর.কম 

:  কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় সব্বোর্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে এলাকার সাংসদ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল (লোটাস কামাল) নিরলস  কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ । দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের কার্যকরি ভূমিকা আজ সর্বত্র প্রশংসিত। যে কারণে এক সময়ের অবহেলিত দৌলখাঁড় ইউনিয়ন এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। ইউনিয়ন পরিষদের এই উন্নয়নে লোটাস কামালের সহযোগী হয়ে কাজ করছেন দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের  সুযোগ্য চেয়ারম্যান এনকেএম সিরাজুল আলম।

আওয়ামীলীগের প্রার্থী হিসেবে গত বছরের জুন মাসে অনুষ্ঠিত দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন সিরাজুল আলম। নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকার উন্নয়নে নতুনমাত্রা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকার সাধারণ লোকজন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে চেয়ারম্যান সিরাজুল আলমের ভূমিকা এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে রাজনীতির পাশাপাশি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন তিনি। বটতলী এ মতিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কাছেও বেশ জনপ্রিয় একজন ব্যক্তি হিসেবে পরিচিতি পান। এলাকার তরুণ সমাজ সিরাজুল আলমকে তাদের আদর্শ হিসেবে বেছে নিয়েছে।
জানা যায়, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন সিরাজুল আলম। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেন তিনি। এ কারণেই আওয়ামী লীগের রাজনীতি করলেও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকদের কাছে তিনি সমান জনপ্রিয়।

সিরাজুল আলমের সম্পর্কে স্থানীয় শিক্ষক আবুল খায়ের (বিএসসি) বলেন, সিরাজুল আলমের মতো চেয়ারম্যান পাওয়া আমাদের জন্য খুবই সৌভাগের। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় যে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তা অতীতের কোনো চেয়ারম্যান করতে পারেনি। তাই আসন্ন নবগঠিত বটতলী ইউনিয়ন নির্বাচনে সিরাজুল আলমকে চেয়ারম্যান হিসেবে এলাকাবাসীর প্রয়োজন।
এলাকার উন্নয়নের বিষয়ে চেয়ারম্যান সিরাজুল আলম  বলনে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের যে স্বপ্ন ভিশন-২০২১ নিয়ে এগিয়ে যাচ্ছে তা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। চেষ্টা করছি আরো বেশি করে জনসেবায় নিজেকে নিয়োজিত করতে। এলক্ষ্যে ইতিমধ্যে দৌলখাঁড় ইউনিয়নকে সম্পূর্ণ ভ্যাটমুক্ত ইউনিয়নে পরিণত করেছি। এখানে জনগণের কাছ থেকে বাড়ি, গাড়ি, হোল্ডিং ট্যাক্স সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের নাগরিক সাটিফিকেট, ওয়ারিশনামাসহ অন্যান্য সব সেবা  বিনামূল্য দেওয়ার কারণে পরিষদের প্রতি সাধারণ জনগণের আগ্রহ বেড়েছে ।  এ সরকার আমলেই স্থানীয় সাংসদ আ.হ.ম. মোস্তাফা কামাল (লোটাস কামাল) এর নেতৃত্বে কয়েকশত কোটি টাকার উন্নয়ন বদলে দিয়েছে ইউনিয়নের মানচিত্র।
এক প্রশ্নের জবাবে সিরাজুল আলম বলেন,  আমার এই ক্ষুদ্র রাজনৈতিক জীবনে   জনগণের যে ভালোবাসা পেয়েছি, এজন্য নিজেকে ধন্য মনে করছি। এলাকাবাসী  চাইলে  আসন্ন বটতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আবারো জয়ী হয়ে  জীবনের বাকি সময়টুকুও জনগণের পাশে থেকে  সেবা করে যেতে চাই।
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন