Sunday, May 8, 2016

একইদিনে মাঠে নামছেন দুই বিশ্বসেরা সাকিব-মুস্তাফিজ


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার মিশনে গুজরাট লায়ন্সের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে রোববার (৮ মে) দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদকে মোকাবেলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মুম্বাই-সানরাইজার্স ও রাত সাড়ে ৮টায় কলকাতা-গুজরাট ম্যাচটি শুরু হবে। অর্থাৎ, সব ঠিক থাকলে একই দিনে মাঠে নামবেন বাংলাদেশের দুই ‘ক্রিকেট বিজ্ঞাপন’।

এবারের আসরে ঠিক নিজের নামের সুবিচার করতে পারছেন না টি-টোয়েন্টিতে বিশ্বের দুই নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশে থাকলে গুজরাটের বিপক্ষে সাকিব ‘স্বরুপে’ ফিরবেন এমন প্রত্যাশাই তো করছেন কোটি টাইগার সমর্থক।

অন্যদিকে, চমৎকার বোলিং নৈপুণ্যে সানরাইজার্স টিমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। আট ম্যাচে ১৮.৭০ গড়ে নিয়েছেন ১০টি উইকেট। ইকোনোমি রেট ৬.২৩।

গত ১৮ এপ্রিল আসরের প্রথম দেখায় হায়দ্রবাদের মাঠে সাত উইকেটে হার মানে মুম্বাই। অন্যদিকে, ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টে প্রথমবারের মতো কলকাতার মুখোমুখি হতে যাচ্ছে সুরেশ রায়নার গুজরাট।

পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ছয় জয় ও তিন হারে শীর্ষে থাকা কলকাতার সংগ্রহ ১২। সমান পয়েন্টে এক ম্যাচ বেশি খেলা গুজরাট দুইয়ে অবস্থান করছে। আট ম্যাচে ১০ পয়েন্টে চারে সানরাইজার্স ও ৯ ম্যাচে সমান পয়েন্টে পাঁচ নম্বরে মুম্বাই।

সূত্র: বাংলানিউজ
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন