প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: মাতলামি বন্ধ করার জন্য মদের উপর নিষেধাজ্ঞা। কিন্তু মদের নেশা যে সর্বনাশা সেটা কি আর নিষেধাজ্ঞা মানে? তাই বিহার রাজ্য মদকে ছাড়তে চাইলেও মদ বিহারকে রাজ্যকে ছাড়ছে না। প্রথম মাসেই পুরো উলটপালট হয়ে গেলো পুরো বিহার রাজ্য।
এপ্রিল মাসের শুরুর দিকে বিহার রাজ্য দেশি মদ নিষিদ্ধ করা হয়। তার পরের সপ্তাহে বিদেশী মদও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার পর একটা বড় ধাক্কা আসবেই তা সবারই জানা ছিল। সেজন্য প্রস্তুতি হিসেবে প্রতিজেলায় নেশা ছাড়ানোর জন্য বিশেষ কেন্দ্রও খুলেছিল সরকারের। কিন্তু কোথাও মদ না পেয়ে যে মাতলামি আরও কয়েকগুন বেড়ে যাবে তা বোধহয় আন্দাজ করতে পারেননি বিহার প্রশাসনের কর্মকর্তারা।
নেশা কী আর নিষেধাজ্ঞা মানে? তাই নেশা করতে না পেরে অনেকেই ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। মদের অভাবে একজন সাবান খাচ্ছেন এমন ছবিও স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশ হতে দেখা যাচ্ছে। শুধু সাবান খেয়েই নয়, কেউ কেউ নাকি কাগজও খাচ্ছেন। এমন পরিস্থিতিতে অনেকেই তার নিজের বাড়ির লোকজনকেও চিনতে পারছেন না।
শুধু সরকারের খোলা নেশা ছাড়ানো কেন্দ্রগুলিতেই অসুস্থ হয়ে পড়ে আছে প্রায় সাড়ে সাতশো জন। একরকম বাধ্য রাজ্যের সকল সরকারি হাসপাতালে তড়িঘড়ি নেশা ছাড়ানোর বিশেষ কেন্দ্র চালু করছে বিহারের সরকার। এমনকি, বাড়ানো হয়েছে বেড়ের সংখ্যাও। প্রস্তুত রাখা হচ্ছে অতিরক্তি ১৫ থেকে ২০টি বেডও।
অধিকাংশ মদতী যখন মদের শোকে মুহ্যমান ঠিখ তখনই কেউ কেউ আবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছেন। মদ নিষিদ্ধ করা সরকারের এই ‘অনৈতিক’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়েছে।
0 comments:
Post a Comment