Sunday, July 24, 2016

মশা কানের কাছে ঘুরঘুর করার রহস্য

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

নিশ্চয়ই আপনার অনেকবার মনে হয়েছে, কেন মশা বারবার আমাদের কানের কাছেই উড়ে বেড়ায়? তাহলে জেনে নিন, জীববিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তরে কী বলছেন।

মশা মানবদেহকে চিহ্নিত করে শরীরের উষ্ণতা, আর্দ্রতা আর মানবশরীর থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইডের মাধ্যমে। আমরা কার্বন-ডাই-অক্সাইড নির্গত করি নিঃশ্বাসের সময় নাক ও মুখ দিয়ে। ফলে আমাদের মাথাকে মশারা খুব চট করে চিহ্নিত করতে পারে। সেই কারণেই মশাদের স্বাভাবিক প্রবণতা হলো মাথার আশেপাশে ঘুরঘুর করা। কিন্তু বেছে বেছে কানের কাছেই কেন আসে তারা?

জীববিজ্ঞানীরা জানাচ্ছেন,  কানের প্রতি মশাদের আলাদা কোনো আকর্ষণ নেই। তবে, কানের কাছে যখন কোনো কারণে তারা উড়তে উড়তে চলে আসে তখনই তাদের পাখার পোঁ পোঁ আওয়াজ আমরা শুনতে পাই। শরীরের অন্যান্য অংশের কাছাকাছি যখন তারা ঘোরে তাদের ডানা থেকে একই রকম শব্দ নির্গত হয়, কিন্তু সেই ক্ষীণ আওয়াজ আমরা তখন শুনতে পাই না।
 
তথ্যসূত্র: নতুনসময়.কম



Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন