Sunday, July 24, 2016

স্বপ্ন ভেঙ্গে গেল মুস্তাফিজের

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

প্রথমবারের মতো ইংল্যান্ডে খেলতে যাওয়া। একদিন যেতে না যেতেই  নতুন কন্ডিশনে মাঠেও নেমে পড়া। মাঠে নেমেই দুর্দান্ত অভিষেকে আবারও সারা বিশ্বে শোরগোল ফেলা দেওয়া, সবই যেন স্বপ্নের মতো হচ্ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু স্বপ্নটা দীর্ঘস্থায়ী হলো না তাঁর। ইনল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের দ্বিতীয় ম্যাচটি ভালো কাটেনি দ্যা ফিজের। তাঁর দলও সাসেক্স৬ উইকেটে হেরেছে সারের কাছে।

১৯তম ওভারে মুস্তাফিজ যখন বল করতে এলেন, জয়ের জন্য প্রতিপক্ষের তখন দরকার মাত্র ৮ রান। ১২ বলে ৮ রানের এই সহজ সমীকরণ মেলাতে ক্রিস মরিসের লাগল মাত্র ২ বল প্রথম বলে ২ রান নিয়ে দ্বিতীয় বলেই ছক্কা হাকিয়ে জয়ের বন্দরে পৌছে যায় সারে। ফলাফল সাসেক্স হেরে গেল ১০ রান বাকি থাকতেই।

আজ প্রথম ওভার থেকেই মুস্তাফিজ ঠিক মুস্তাফিজ মনে হয়নি। এরপর এলেন তাকে বোলিংয়ে আনলেন চতুর্থ ওভারে। প্রথম ৪ বলে ২ রান, আশা জেগেছিল। কিন্তু পরপর দুটি চার মেরে জেসন রয় বুঝিয়ে দিলেন আজ মুস্তাফিজের দিন নয়। দ্বিতীয় ওভারে ৪ দিলেও পরের ওভারে দিলেন ৯ রান। আর শেষ ওভারের কথা বলাই হলো।

সব মিলিয়ে ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকলেন বিশ্বসেরা এই বোলার।
অবশ্য মুস্তাফিজরা লড়ার অস্ত্রও পাননি আজ। ব্যাটসম্যানরা যে মাত্র ১৫৩ রানের পুঁজি দিতে পারল মুস্তাফিজদের। এবারের টি-টোয়েন্টি ব্লাস্টে এটা যে কোনো পুঁজিই নয়! এর সাথে শেয় হয়ে গেল সেমিফাইনালে উঠার স্বপ্নও। মুস্তাফিজ আশা করেছিলেন তার দল সেমিফাইনালে উঠেল আরো কয়েকটি ম্যাচ খেলা হবে তার।

Share:

1 comments:

  1. আজ সকালে জংগীবাদের বিরোদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনেরপ্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড: মশিউর মালেকের সভাপতিত্বে আওয়ামীলীগ ওবিভিন্ন অংগ-সহযোগী সংগঠন এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন । বিটিভিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলে

    ReplyDelete

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন