Tuesday, August 16, 2016

মারা গেলো বঙ্গ বাহাদুর


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে জামালপুরে আসা হাতি ‘বঙ্গ বাহাদুর’ মারা গেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামের বাইদা বিলে মারা যায় হাতিটি।

হাতি মারা যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন হাতি উদ্ধার দলের প্রধান ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের পরিদর্শক অসীম মল্লিক।

স্থানীয়রা জানায়, হাতিটি সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা রাতেই মারা যায়। কিন্তু এই হাতির মৃত্যু নিয়ে র‍াতভর চলে চরম নাটকীয়তা। শেষ পর্যন্ত সকাল সাড়ে ৮টার দিকে হাতির মৃত্যুর খবর নিশ্চিত করেন হাতি উদ্ধারকারী দলের প্রধান অসীম মল্লিক।

সোমবার ২য় দফা শিকল ছিড়ে ছুটে যাওয়ার পর ৪টি ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে ডার্ট ইনজেকশন দিলে অসুস্থ হয়ে পড়ে হাতিটি। পরে অসুস্থ হাতিটি দুপুরে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ পর্যন্ত আজ সকাল পৌনে ৭টার দিকে মারা যায়।

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের দলছুট এই বন্যহাতিটি বন্যার পানিতে ভেসে গত ২৮ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ঢুকে পড়ে বাংলাদেশে।

দেড় মাস ধরে এটি কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুরের চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল। হাতিটি উদ্ধারে ৪ আগস্ট একটি ভারতীয় বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। ৫ থেকে ৭ আগস্ট চেষ্টা করেও হাতিটিকে উদ্ধার করতে না পেরে ৮ আগস্ট ভারতীয় দল ফিরে যায়।

পরে গত বৃহস্পতিবার বাংলাদেশ বন বিভাগের উদ্ধারকারী দল দূরনিয়ন্ত্রিত চেতনানাশক ছুড়ে হাতিকে উদ্ধার করে।

তথ্য: সংগৃহীত
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন