Sunday, August 14, 2016

আইসক্রিম চোরদের ধরিয়ে দিলেই পাবেন পুরস্কার!


আন্তর্জাতিক ডেক্স। প্রথম আলো টোয়েন্টিফোর.কম
 
আইসক্রিম চোরদের আটকের জন্য তথ্য দিলে পুরস্কার দেয়া হবে, এমন ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের ধনকুবের জন ক্যাটসিমাটিডিস। গ্রোসারি শপ টাইকুন হিসেবে পরিচিত এ কোটিপতি একসময় মেয়র পদে নির্বাচনও করেছিলেন।

তার ঘোষণা অনুযায়ী দোকান থেকে যারা আইসক্রিম চুরি করে তাদের বিষয়ে তথ্য দিলে পাঁচ হাজার ডলার পুরস্কার দেবেন তিনি। মার্কিন এক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, চোরেরা বড় দোকানগুলো থেকে আইসক্রিমের কার্টুন চুরি করে ছোট ছোট দোকানে বিক্রি করে।

পত্রিকাটি বলছে পুলিশ এসব চোরদের বিষয়ে আড়াইশর মতো অভিযোগ পেয়েছে আর আটক করেছে অন্তত ১৩০ জনকে। ধনকুবে ক্যাটসিমাটিডিস বলছেন, বোডেগাস নামে পরিচিত ছোট দোকানগুলোই চোরগুলোকে উৎসাহিত করে আইসক্রিম চুরি করতে।

ম্যানহাটনের কাছে নিজের দোকানে আইসক্রিম চুরির ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন মোবাইল ফোন ক্যামেরায় ভিডিও থেকে তাদের ধরা গেছে। ‘সেখানে এক পুরুষ ও নারীকে ৬০ কাপ আইসক্রিম ব্যাগে ভরে দোকান থেকে দৌড় দিয়েছিল।’

সিটি কর্মকর্তারা বলছেন চুরি করা আইসক্রিমকে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এখন দেখা যাক স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্য আর মিস্টার ক্যাটসিমাটিডিসের পুরস্কার আইসক্রিম চুরি কমাতে পারে কিনা।

তথ্য: সংগৃহীত


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন