Thursday, February 4, 2016

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের আরেকটি বিরল অর্জন

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের খেলোয়াড় রিচমন্ড মুতুম্বামিকে আউট করার পর মাধ্যমে সাকিবের মুকুটে যোগ হলো আরো একটি বিরল অর্জন। বাংলাদেশ ক্রিকেটের অনেক সাফল্য অর্জনের সঙ্গে জড়িয়ে আছে সাকিব আল হাসানের নাম ওয়াডেতে বিশ্বসেরা অলরাউন্ডার স্পর্শ করলেন দুর্দান্ত  এক মাইলফলক। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট শিকার।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাকিবের উইকেট ছিল ৩৯৯ টি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রিচমন্ড মুতুম্বামির উইকেটের পতন ঘটিয়ে এই কৃর্তিটা অর্জন করলেন তিনি।
ম্যাচে মোট চার ওভার বল করে ৩২ রান দিয়ে সাকিব শিকার করেছেন ৩টি উইকেট। বাঁহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডারের সবচেয়ে বেশি উইকেট শিকার ওয়ানডেতে-২০৬টি, তার পরে আছে টেষ্টে ১৪৭টি এবং টি-টোয়েন্টিতে তাঁর উইকেট শিকারের সংখ্যা এখন ৪৯টি। সব মিলিয়ে সাকিবের শিকার ৪০২টি উইকেট।


আরো একটি মাইল ফলকের কাছাকাছি সাকিবকে। আর মাত্র ১টি উইকেট পেলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট শিকারের মালিক হবেন সাকিব। যা এখন পর্যন্ত স্পর্শ করতে পেরেছেন মাত্র নয়জন বোলার।

Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন