Monday, April 25, 2016

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাঁচে বাংলাদেশ


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: আইসিসি’র ওয়ানডে র‌্যাংকিংয়ে সাত থেকে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে উঠেছিল টাইগাররা।

এরপর আর কোনো ওয়ানডে সিরিজ না খেলেই এবার র‌্যাংকিংয়ে আরো দুই ধাপ উপরে উঠে এলো মাশরাফির দল।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বছরের একটা পর্যায়ে র‌্যাংকিংয়ের হালনাগাদ করে। সর্বশেষ হালনাগাদের ফলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে হয়েছে ১০১। এর ফলেই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে টপকে র‌্যাংকিংয়ে এগিয়ে গেলো লাল-সবুজ বাহিনী।

১২৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)।

আইসিসির সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেন এ খবর।

র‌্যাংকিংয়ে উন্নতি যেভাবে:
হালনাগাদ করার সময় গত এক বছরের সবক’টি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করে আইসিসি।

হালনাগাদের সময়কালটা তো বটেই, সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের ছাপ পড়েছে তাই র‌্যাংকিংয়ে।

গত বছরের আগে বাংলাদেশের পারফরম্যান্স ও র‌্যাংকিংয়ের অবস্থান তলানিতে ছিল। পক্ষান্তরে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পারফরম্যান্স ছিলো বাংলাদেশের চেয়ে যথেষ্ট ভালো। কিন্তু ২০১৫ সালে দল দুটির বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ হালনাগাদে র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়লো শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

সূত্র: বাংলানিউজ
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন