প্রথম আলো টোয়েন্টিফোর.কম
আইসিটি ডেক্স: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০২১ সালের মধ্যে আয়ের দিক থেকে তথ্য-প্রযুক্তি খাত তৈরি পোশাক শিল্পকেও ছাড়িয়ে যাবে। বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁও এ সরকারের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ ও বাংলালিংকের যৌথ উদ্যোগে দেশের প্রথম ‘আইটি ইনকিউবেটর’ উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আগামীতে বিশ্বে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব দেবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাস থেকে বলছি না। আমি জানি বাংলাদেশ আগামীতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবে। এ সময় তিনি আইটি খাতে বিভিন্ন সফলতা ও তরুণদের উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেন।’
জয় বলেন, ‘আমি আপনাদের আইডিয়া দেখেছি, আপনাদের কাজ দেখেছি, আমি এখন শুধু আত্মবিশ্বাসীই নই, আমি জানি বাংলাদেশ আগামীতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবে।’
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘লক্ষ্য অর্জনে চর্চা করতে হবে, সময় দিতে হবে। কীভাবে প্রযুক্তিকে আরও সহজ করা যায় তার সমাধান খুঁজতে হবে। মেধা ও কল্পনাশক্তিকে কাজে লাগাতে হবে। সরকার তরুণদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আইটিসহ বিভিন্ন সেক্টরে তরুণদের জন্য বিভিন্ন সুযোগ রাখা হয়েছে সেগুলোকে কাজে লাগাতে হবে।’
তথ্য-প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের নতুন নতুন উদ্ভাবন করতে হবে, তথ্য-প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। আইটি বিশেষজ্ঞ তৈরি করতে হবে।
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, সরকার আইটি ইন্ড্রাস্ট্রিসকে গুরুত্ব দিচ্ছে। এজন্য সরকার পলিসি পরিবর্তন করেছে। আমরা সহজে সবার কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাউ, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম, ভিম্পেলকমের সহ-প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা, বাংলালিংকের সিইও এরিক অস্।
তথ্য: সংগৃহীত
আইসিটি ডেক্স: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০২১ সালের মধ্যে আয়ের দিক থেকে তথ্য-প্রযুক্তি খাত তৈরি পোশাক শিল্পকেও ছাড়িয়ে যাবে। বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁও এ সরকারের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ ও বাংলালিংকের যৌথ উদ্যোগে দেশের প্রথম ‘আইটি ইনকিউবেটর’ উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আগামীতে বিশ্বে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব দেবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাস থেকে বলছি না। আমি জানি বাংলাদেশ আগামীতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবে। এ সময় তিনি আইটি খাতে বিভিন্ন সফলতা ও তরুণদের উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেন।’
জয় বলেন, ‘আমি আপনাদের আইডিয়া দেখেছি, আপনাদের কাজ দেখেছি, আমি এখন শুধু আত্মবিশ্বাসীই নই, আমি জানি বাংলাদেশ আগামীতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবে।’
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘লক্ষ্য অর্জনে চর্চা করতে হবে, সময় দিতে হবে। কীভাবে প্রযুক্তিকে আরও সহজ করা যায় তার সমাধান খুঁজতে হবে। মেধা ও কল্পনাশক্তিকে কাজে লাগাতে হবে। সরকার তরুণদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আইটিসহ বিভিন্ন সেক্টরে তরুণদের জন্য বিভিন্ন সুযোগ রাখা হয়েছে সেগুলোকে কাজে লাগাতে হবে।’
তথ্য-প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের নতুন নতুন উদ্ভাবন করতে হবে, তথ্য-প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। আইটি বিশেষজ্ঞ তৈরি করতে হবে।
প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, সরকার আইটি ইন্ড্রাস্ট্রিসকে গুরুত্ব দিচ্ছে। এজন্য সরকার পলিসি পরিবর্তন করেছে। আমরা সহজে সবার কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাউ, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম, ভিম্পেলকমের সহ-প্রতিষ্ঠাতা অগি কে ফাবেলা, বাংলালিংকের সিইও এরিক অস্।
তথ্য: সংগৃহীত
0 comments:
Post a Comment