Thursday, July 28, 2016

মেসির জন্যই খেলেন নেইমার!


প্রথম আলো টোয়েন্টিফোর.কম

স্পোর্টস ডেক্স : অলিম্পিকে গোটা ব্রাজিল দলের স্বপ্ন যদি নেইমারকে ঘিরে পরিচালিত হয় সেটাকে বরং তিনি ইতিবাচকভাবে নিতে চান। বার্সেলোনার উদাহরণ টেনে খুঁজে নিতে চান এই চাপ থেকে মুক্তির উপায়। বলেন, ‘বার্সেলোনায় দারুণ দারুণ সব খেলোয়াড় আছে, কিন্তু বার্সেলোনায় তো আমরা সবাই মেসির জন্য খেলি।’

২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে একবার দেশের মানুষের প্রত্যাশার চাপ বইতে হয়েছে নেইমারকে। দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে ব্রাজিলের বিশ্বকাপ-যাত্রা থমকে যায়। নেইমার অবশ্য দুঃস্বপ্নের সেই ম্যাচটি চোটের কারণে খেলতে পারেননি।

দুই বছর বাদে আবারো প্রত্যাশার চাপ। এবার অলিম্পিকের আসর। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের অলিম্পিক গৌরব আবার শূন্য, ব্রোঞ্জ আর রুপা জিতলেও সোনা যে জেতা হয়নি। এবার নেইমারকে সেটি এনে দিতেই হবে। অলিম্পিকটাও যে এবার হচ্ছে ব্রাজিলের রিওতে।

ব্যাপারটা রীতিমতো চাপই হয়ে এসেছে নেইমারের দলের জন্য। তবে নেইমার নিজে ব্যাপারটি মোটেও পাত্তা দিতে চান না, ‘দেখুন, জয়টা কিন্তু দারুণ ব্যাপার। চাপ থাকবে। চাপ ফুটবলেরই অংশ। আমি আছি এই চাপ সামলাতে। মাঠে নামার সময় চাপ আপনাকে ঘিরে থাকবেই। এটা খেলারই অংশ।’

চাপ সামলানোর শক্তিটা তিনি তার বার্সেলোনা সতীর্থ মেসির কাছ থেকেই নিতে চান, ‘আমি নিজের সম্পর্কে বলতে পছন্দ করি না। কিন্তু আমি এখানে বার্সেলোনার উদাহরণ টানতে পারি। বার্সায় দারুণ সব খেলোয়াড় আছে। কিন্তু কেউ কি অস্বীকার করবে যে আমরা সেখানে মেসির জন্য খেলি না? অবশ্যই আমরা বার্সেলোনায় মেসির ওপর নির্ভরশীল।

তথ্য: সংগৃহীত
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন