Sunday, January 31, 2016

আবারোও মাঠে নামবেন ব্রাজিলের তারকা আদ্রিয়ানো




প্রথমআলোটোয়েন্টিফোর ডেক্স: ২০১০ সালে ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে অবসর নেয়া তারকা স্ট্রাইকার আদ্রিয়ানো আবারও মাঠে নামবেন। আমেরিকার চতুর্থ সারির দল মিয়ামি ইউনাইটেডে যোগ দিলেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।


৩৩ বছর বয়সী আদ্রিয়ানো ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ। ব্রাজিলের জার্সি গায়ে ২৭টি গোল করা এই স্টাইকার রোনালদো-রোনালদিনহোর মতো গ্রেট তারকা খেলোয়াড়দের সাথে খেলেছেন। গত ২ বছর তিনি কোন ম্যাচ খেলেননি। সবশেষ ২০১৪ সালে মাঠে নেমেছিলেন।

দীর্ঘ ২ বছর বিরতির পর আবারও মিয়ামি ইউনাইটেডের হয়ে মাঠে দেখা যাবে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা ও  ফিফা করফেডারেশন কাপের শিরোপা জয়ী এই খেলোয়াড়কে।

মিয়ামি ইউনাইটেডের প্রেসিডেন্ট রবার্তো সাক্কা জানান, আমরা গত কয়েক মাস থেকে আদ্রিয়ানোকে পাওয়ার জন্য তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছি। এছাড়াও ব্রাজিলে গিয়েও আদ্রিয়ানোর সঙ্গে যোগাযোগ করেছি। অবশেষে তার সাড়া পেয়ে আমরা দারুন খুশি, আমরা মনে করি, আমেরিকায় আদ্রিয়ানো নিজেকে প্রস্তুত করেই খেলতে পারবে।

আমাদের ক্লাবে খেলার জন্য আদ্রিয়ানো প্রায় ১৮ পাউন্ডে ওজন কমিয়েছে। সে নিজেকে শতভাগ ফিট করার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছে। তার অভিজ্ঞতা আমাদের ক্লাবের বাকি সদস্যদের সাহায্য করবে।
আদ্রিয়ানো প্রসঙ্গে সাক্কা আরও জানান, মেজর লিগ সকারে খেলার ইচ্ছা ও পোষণ করেছে আদ্রিয়ানো। আমি বিশ্বাস করি আগামী বছরই সে মেজর লিগ সকারের অন্যতম ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরতে পারবে। আদ্রিয়ানো বিশ্বের অন্যতম সেরা একজন স্ট্রাইকার । খেলার যেকোন মুহূর্তে সে নিজের সেরাটা দিতে সক্ষম।


ইন্টার মিলান ও রোমার মতো বিখ্যাত ফুটবল ক্লাবের হয়ে খেলা আদ্রিয়ানো খেলেছেন ৩৯৪টি ম্যাচ এবং গোল করেছেন ১৭৬টি।


Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন