Sunday, January 31, 2016

ঐতিহাসিক বদর যুদ্ধের ৩১৩ জন সাহাবীর নাম (শেয়ার করতে ভুলবেন না)

মুহাজির সাহাবীঃ
১. হযরত আবু বকর (রাঃ)
২. হযরত উমর ফারুক (রাঃ)
৩. হযরত উসমান (রাঃ)
৪. হযরত আলী মোর্তাজা (রাঃ)
৫. হযরত হামজা (রাঃ)
৬. হযরত যায়েদ বিন হারেছা (রাঃ)
৭. হযরত আবু কাবশাহ সুলাইম (রাঃ)
৮. হযরত আবু মারছাদ গানাভী (রাঃ)
৯. হযরত মারছাদ বিন আবু মারছাদ(রাঃ)
১০. হযরত উবাইদা বিন হারেছ(রাঃ)
১১. হযরত তোফায়েল বিন হারেছ(রাঃ)
১২. হযরত হুসাইন বিন হারেছ (রাঃ)
১৩. হযরত আউফ বিন উসাসা (রাঃ)
১৪. হযরত আবু হুযায়ফা (রাঃ)
১৫. হযরত ছালেম (রাঃ)
১৬. হযরত সুহইব বিন সিনান (রাঃ)
১৭. হযরত আব্দুল্লাহ্ বিন জাহাশ(রাঃ)
১৮. হযরত উক্বাশা বিন মিহসান(রাঃ)
১৯. হযরত শুজা’ বিন ওহাব (রাঃ)
২০. হযরত ওতবা বিন রবীআহ (রাঃ)
২১. হযরত ইয়াযীদ বিন রুকাইশ (রাঃ)
২২. হযরত আবু সিনান (রাঃ)
২৩. হযরত সিনান বিন আবু সিনান(রাঃ)
২৪. হযরত মুহরিয বিন নাজলা (রাঃ)
২৫. হযরত রবীআ’ বিন আক্সাম (রাঃ)
২৬. হযরত হাতেব বিন আমর (রাঃ)
২৭. হযরত মালেক বিন আমর (রাঃ)
২৮. হযরত মিদ্লাজ বিন আমর (রাঃ)
২৯. হযরত সুওয়ায়েদ ইবনে মাখশী(রাঃ)
৩০. হযরত উৎবা বিন গাযওয়ান (রাঃ)
৩১. হযরত জুবাইর বিন আউওয়াম(রাঃ)
৩২. হযরত হাতেব বিন আবিবালতাআহ(রাঃ)
৩৩. হযরত সা’দ বিন খাওলা (রাঃ)
৩৪. হযরত মুসআব বিন উমায়ের (রাঃ)
৩৫. হযরত মাসউদ বিন সা’দ (রাঃ)
৩৬. হযরত আঃ রহমান বিন আউফ(রাঃ)
৩৭. হযরত সা’দ বিন আবু উবায়দা(রাঃ)
৩৮. হযরত উমায়ের বিনআবিওয়াক্কাস(রাঃ)
৩৯. হযরত মিক্বদাদ বিন আমর (রাঃ)
৪০. হযরত আব্দুল্লাহ্ বিন মাসউদ(রাঃ)
৪১. হযরত মাসউদ বিন রাবীআ (রাঃ)
৪২. হযরত যুশ্ শিমালাইন (রাঃ)
৪৩. হযরত খাব্বাব বিন আরাত (রাঃ)
৪৪. হযরত বিলাল বিন রবাহ্ (রাঃ)
৪৫. হযরত আমের বিন ফুহায়রা (রাঃ)
৪৬. হযরত ছুহাইব বিন সিনান (রাঃ)
৪৭. হযরত তালহা বিন উবাইদুল্লাহ্(রাঃ)
৪৮. হযরত আবু সালমা বিন আব্দুলআসাদ(রাঃ)
৪৯. হযরত শাম্মাস বিন উসমান (রাঃ)
৫০. হযরত আকরাম বিন আবুল আকরাম(রাঃ)
৫১. হযরত আম্মার বিন ইয়াছির (রাঃ)
৫২. হযরত মুআত্তিব বিন আউফ (রাঃ)
৫৩. হযরত যায়েদ ইবনে খাত্তাব(রাঃ)
৫৪. হযরত আমর বিন সুরাকা (রাঃ)
৫৫. হযরত ওয়াকেদ বিন আব্দুল্লাহ্(রাঃ)
৫৬. হযরত খাওলা বিন আবু খাওলা(রাঃ)
৫৭. হযরত আমের বিন রবীআহ (রাঃ)
৫৮. হযরত আমের বিন হারিছ (রাঃ)
৫৯. হযরত আমের বিন আব্দুল্লাহ্(রাঃ)
৬০. হযরত খালেদ বিন বুকাইর (রাঃ)
৬১. হযরত ইয়ায বিন গানাম (রাঃ)
৬২. হযরত সাঈদ বিন যায়েদ (রাঃ)
৬৩. হযরত উসমান বিন মাজউন (রাঃ)
৬৪. হযরত সাইব বিন উসমান (রাঃ)
৬৫. হযরত কুদামা বিন মাজউন (রাঃ)
৬৬. হযরত আব্দুল্লাহ্ বিন মাজউন(রাঃ)
৬৭. হযরত মা’মার বিন হারেছ (রাঃ)
৬৮. হযরত আবু উবায়দা ইবনুলজাররাহ(রাঃ)
৬৯. হযরত আব্দুল্লাহ্ বিন মাখ্রামা(রাঃ)
৭০. হযরত খাব্বাব মাওলা উৎবাবিনগযওয়ান(রা)
৭১. হযরত আবুস্ সাইব উসমান বিনমাজউন(রাঃ)
৭২. হযরত আমর বিন আবু সারাহ (রাঃ)
৭৩. হযরত সাকাফ বিন আমর (রাঃ)
৭৪. হযরত মুজায্যার বিন যিয়াদ(রাঃ)
৭৫. হযরত খাব্বাব ইবনুল মুনযির (রাঃ)
৭৬. হযরত উমায়ের বিন আবীওয়াক্কাছ(রাঃ)
৭৭. হযরত মিকদাদ বিন আমর (রাঃ)
৭৮. হযরত নোমান বিন আসার বিনহারেস(রাঃ)
৭৯. হযরত মিহ্জা’ মাওলা উমরফারুক(রাঃ)
৮০. হযরত ওহাব বিন আবী সারাহ(রাঃ)
আনসার সাহাবীঃ
৮১. হযরত সা’দ বিন মুআজ (রাঃ)
৮২. হযরত আমর বিন মুআজ (রাঃ)
৮৩. হযরত হারেস বিন আউস (রাঃ)
৮৪. হযরত হারেস বিন আনাস (রাঃ)
৮৫. হযরত আব্বাদ বিন বিশর (রাঃ)
৮৬. হযরত সালামা বিনসাবেত(রাঃ)
৮৭. হযরত হারেস বিন খাযামা(রাঃ)
৮৮. হযরত মুহাম্মদ বিন মাসলামা(রাঃ)
৮৯. হযরত সালামা বিন আসলাম(রাঃ)
৯০. হযরত উবায়েদ বিন তাইয়িহান(রাঃ)
৯১. হযরত কাতাদা বিন নোমান(রাঃ)
৯২. হযরত উবায়েদ বিন আউস (রাঃ)
৯৩. হযরত নসর বিন হারেস (রাঃ)
৯৪. হযরত আব্দুল্লাহ্ বিন তারেক(রাঃ)
৯৫. হযরত আবু আব্স বিন জব্র (রাঃ)
৯৬. হযরত আবু বুরদাহ্ হানী বিননিয়্যার(রাঃ)
৯৭. হযরত আসেম বিন সাবেত (রাঃ)
৯৮. হযরত মুআত্তিব বিন কুশাইর (রাঃ)
৯৯. হযরত আমর বিন মা’বাদ (রাঃ)
১০০. হযরত সাহল বিন হুনাইফ (রাঃ)
১০১. হযরত মুবাশ্শির বিন আব্দুলমুনযির(রাঃ)
১০২. হযরত রিফাআ বিন আঃ মুনযির(রাঃ)
১০৩. হযরত খুনাইস বিন হুযাফা (রাঃ)
১০৪. হযরত আবু সাবরা কুরাইশী(রাঃ)
১০৫. হযরত আব্দুল্লাহ্ বিন সালামা(রাঃ)
১০৬. হযরত আব্দুল্লাহ্ বিন সুহাইল(রাঃ)
১০৭. হযরত সা’দ বিন মুআয (রাঃ)
১০৮. হযরত উমায়ের বিন আউফ (রাঃ)
১০৯. হযরত আমের বিন সালামা(রাঃ)
১১০. হযরত ছফওয়ান বিন ওহাব (রাঃ)
১১১. হযরত ইয়ায বিন বুকাইর (রাঃ)
১১২. হযরত সা’দ বিন উবায়েদ (রাঃ)
১১৩. হযরত উওয়াইম বিন সায়েদাহ(রাঃ)
১১৪. হযরত রাফে বিন আনজাদা(রাঃ)
১১৫. হযরত উবায়েদ বিন আবুউবয়েদ (রাঃ)
১১৬. হযরত সা’লাবা বিন হাতেব(রাঃ)
১১৭. হযরত আবু লুবাবাহ আব্দুলমুনযির(রাঃ)
১১৮. হযরত হারেস বিন হাতেব(রাঃ)
১১৯. হযরত আসেম বিন আদী (রাঃ)
১২০.হযরত আনাছ বিন কাতাদা(রাঃ)
১২১. হযরত মাআন বিন আদী (রাঃ)
১২২. হযরত সাবেত বিন আকরাম(রাঃ)
১২৩. হযরত আব্দুল্লাহ্ বিন ছাহল(রাঃ)
১২৪. হযরত যায়েদ বিন আসলাম(রাঃ)
১২৫. হযরত রিব্য়ী বিনরাফে’ (রাঃ)
১২৬. হযরত সা’দ বিন যায়েদ (রাঃ)
১২৭. হযরত সালমা বিন সালামা (রাঃ)
১২৮. হযরত আব্দুল্লাহ্ বিন যায়েদ(রাঃ)
১২৯. হযরত আসেম বিন কায়েস (রাঃ)
১৩০. হযরত আবুস্ সয়্যাহ বিননোমান(রাঃ)
১৩১. হযরত আবু হাব্বাহ বিন আমর (রাঃ)
১৩২. হযরত হারেস বিন নোমান (রাঃ)
১৩৩. হযরত খাওয়াত বিন যুবাইর (রাঃ)
১৩৪. হযরত মুনযির বিন মুহাম্মদ (রাঃ)
১৩৫. হযরত আবু আকীল আব্দুর রহমান (রাঃ)
১৩৬. হযরত আবু দুজানা (রাঃ)
১৩৭. হযরত সা’দ বিন খায়সামা (রাঃ)
১৩৮. হযরত মুনযির বিন কুদামা (রাঃ)
১৩৯. হযরত মালেক বিন কুদামা(রাঃ)
১৪০. হযরত হারেস বিন আরফাজা(রাঃ)
১৪১. হযরত জাবের বিন আব্দুল্লাহ(রাঃ)
১৪২. হযরত মালেক বিন নুমায়লা(রাঃ)
১৪৩. হযরত খারেজা বিন যায়েদ(রাঃ)
১৪৪. হযরত সা’দ বিন রবী’ (রাঃ)
১৪৫. হযরত আব্দুল্লাহ্ বিনরাওয়াহা(রাঃ)
১৪৬. হযরত বশির বিন সা’দ (রাঃ)
১৪৭. হযরত সিমাক বিন সা’দ (রাঃ)
১৪৮. হযরত সুবাঈ বিন কায়েস (রাঃ)
১৪৯. হযরত আব্বাদ বিন কায়েস(রাঃ)
১৫০. হযরত ইয়াযিদ বিন হারেস(রাঃ)
১৫১. হযরত খোবায়ের বিন য়াসাফ(রাঃ)
১৫২. হযরত আব্দুল্লাহ্ বিন কায়েস(রাঃ)
১৫৩. হযরত হারিস বিন যিয়াদ (রাঃ)
১৫৪. হযরত তামীম বিন য়াআর (রাঃ)
১৫৫. হযরত আব্দুল্লাহ্ বিন উমায়ের(রাঃ)
১৫৬. হযরত যায়েদ বিন মুযাইন (রাঃ)
১৫৭. হযরত আব্দুল্লাহ্ বিন উরফুতাহ্(রাঃ)
১৫৮. হযরত আব্দুল্লাহ্ বিনরবী’ (রাঃ)
১৫৯. হযরত আব্দুল্লাহ্ বিনআব্দুল্লাহ্(রাঃ)
১৬০. হযরত আউস বিন খাওলা (রাঃ)
১৬১. হযরত যায়েদ বিন উবায়েদ(রাঃ)
১৬২. হযরত উকবাহ বিন ওহাব (রাঃ)
১৬৩. হযরত রিফাআহ বিন আমর (রাঃ)
১৬৪. হযরত উসায়ের বিন আসর (রাঃ)
১৬৫. হযরত মা’বাদ বিন আব্বাদ(রাঃ)
১৬৬. হযরত আমের বিন বুকাইর (রাঃ)
১৬৭. হযরত নওফল বিন আব্দুল্লাহ্(রাঃ)
১৬৮. হযরত উবাদা বিন সামেত(রাঃ)
১৬৯. হযরত নোমান বিন মালেক(রাঃ)
১৭০. হযরত সাবেত বিন হায্যাল(রাঃ)
১৭১. হযরত মালেক বিন দুখশুম (রাঃ)
১৭২. হযরত রবী’ বিন ইয়াছ (রাঃ)
১৭৩. হযরত ওয়ারাকা বিন ইয়াছ(রাঃ)
১৭৪. হযরত আমর বিন ইয়াছ (রাঃ)
১৭৫. হযরত আমর বিন কয়েস (রাঃ)
১৭৬. হযরত ফাকেহ বিন বিশ্র (রাঃ)
১৭৭. হযরত নওফল বিন সা’লাবা(রাঃ)
১৭৮. হযরত আব্দুল্লাহ্ বিন সা’লাবা(রাঃ)
১৭৯. হযরত মুনযির বিন আমর (রাঃ)
১৮০. হযরত আবু উসায়েদ মালেক(রাঃ)
১৮১. হযরত মালেক বিন মাসউদ(রাঃ)
১৮২. হযরত আবদে রাব্বিহি (রাঃ)
১৮৩. হযরত কা’ব বিন জাম্মায (রাঃ)
১৮৪. হযরত জমরাহ বিন আমর (রাঃ)
১৮৫. হযরত যিয়াদ বিন আমর (রাঃ)
১৮৬. হযরত হুবাব বিন মুনযির (রাঃ)
১৮৭. হযরত উমায়ের বিন হারাম(রাঃ)
১৮৮. হযরত উমায়ের বিন হুমাম (রাঃ)
১৮৯. হযরত আব্দুল্লাহ্ বিন আমর (রাঃ)
১৯০. হযরত মুআজ বিন আমর (রাঃ)
১৯১. হযরত মুআউওয়াজ বিন আমর (রাঃ)
১৯২. হযরত খাল্লাদ বিন আমর (রাঃ)
১৯৩. হযরত উকবাহ্ বিন আমের (রাঃ)
১৯৪. হযরত সাবেত বিন খালেদ(রাঃ)
১৯৫. হযরত বিশ্র বিন বারা (রাঃ)
১৯৬. হযরত তোফায়েল বিন মালেক(রাঃ)
১৯৭. হযরত তোফায়েল বিন নোমান(রাঃ)
১৯৮. হযরত সিনান বিন সাঈফী(রাঃ)
১৯৯. হযরত আব্দুল্লাহ্ বিন জাদ (রাঃ)
২০০. হযরত উৎবা বিন আব্দুল্লাহ্(রাঃ)
২০১. হযরত জাব্বার বিন সাখর (রাঃ)
২০২. হযরত খারেজা বিন হিময়ার(রাঃ)
২০৩. হযরত আব্দুল্লাহ্ বিনহুমায়্যির(রাঃ)
২০৪. হযরত ইয়াযিদ বিন মুনযির (রাঃ)
২০৫. হযরত আব্দুল্লাহ্ বিন নোমান(রাঃ)
২০৬. হযরত জহহাক বিন হারেসা(রাঃ)
২০৭. হযরত আসওয়াদ বিন যুরাইক(রাঃ)
২০৮. হযরত মা’বাদ বিন কায়েস(রাঃ)
২০৯. হযরত আব্দুল্লাহ্ বিন কায়েসখালেদ(রাঃ)
২১০. হযরত আব্দুল্লাহ্ বিন আব্দেমানাফ্(রাঃ)
২১১. হযরত খালিদ বিন কায়েস(রাঃ)
২১২. হযরত সুলাইম বিন আমর (রাঃ)
২১৩. হযরত কুতবা বিন আমের (রাঃ)
২১৪. হযরত আন্তারা মাওলা বনীসুলাইম(রাঃ)
২১৫. হযরত আব্স বিন আমের (রাঃ)
২১৬. হযরত সা’লাবা বিন আনামা(রাঃ)
২১৭. হযরত আবুল য়াসার বিন আমর(রাঃ)
২১৮. হযরত উবাদা বিন কয়েস (রাঃ)
২১৯. হযরত আমর বিন তাল্ক (রাঃ)
২২০. হযরত মুআজ বিন জাবাল (রাঃ)
২২১. হযরত কয়েস বিন মুহ্সান (রাঃ)
২২২. হযরত হারেস বিন কয়েস (রাঃ)
২২৩. হযরত সা’দ বিন উসমান (রাঃ)
২২৪. হযরত উকবা বিন উসমান (রাঃ)
২২৫. হযরত জাকওয়ান বিন আবদেকয়েস(রাঃ)
২২৬. হযরত মুআজ বিন মায়েস (রাঃ)
২২৭. হযরত আয়েজ বিন মায়েজ(রাঃ)
২২৮. হযরত মাসউদ বিন সা’দ (রাঃ)
২২৯. হযরত রিফাআ বিনরাফে’ (রাঃ)
২৩০. হযরত খাল্লাদ বিনরাফে’ (রাঃ)
২৩১. হযরত উবায়েদ বিন যায়েদ(রাঃ)
২৩২. হযরত যিয়াদ বিন লাবীদ(রাঃ)
২৩৩. হযরত ফারওয়াহ বিন আমর(রাঃ)
২৩৪. হযরত আতিয়্যা বিন নুওয়াইরা(রাঃ)
২৩৫. হযরত খলিফা বিন আদী (রাঃ)
২৩৬. হযরত উমারা বিন হায্ম(রাঃ)
২৩৭. হযরত সুরাকা বিন কা’ব (রাঃ)
২৩৮. হযরত হারেসা বিন নোমান(রাঃ)
২৩৯. হযরত সুলাইম বিন কয়েস (রাঃ)
২৪০. হযরত সুহাইল বিন কয়েস (রাঃ)
২৪১. হযরত আদী বিন আবুয্ যাগ্বা(রাঃ)
২৪২. হযরত মাসউদ বিন আউস (রাঃ)
২৪৩. হযরত আবু খুজাইমাহ্ বিন আউস(রাঃ)
২৪৪. হযরত রাফে’ বিন হারেস(রাঃ)
২৪৫. হযরত মুআওয়াজ বিন হারেস(রাঃ)
২৪৬. হযরত নোমান বিন আমর (রাঃ)
২৪৭. হযরত আমের বিন মুখাল্লাদ(রাঃ)
২৪৮. হযরত উসাইমা আশযায়ী (রাঃ)
২৪৯. হযরত ওদীআহ বিন আমর (রাঃ)
২৫০. হযরত আবুল হামরা মাওলাহারেস(রাঃ)
২৫১. হযরত সা’লাবা বিন আমর (রাঃ)
২৫২. হযরত সুহাইল বিন আতীক (রাঃ)
২৫৩. হযরত হারেস বিন আতীক (রাঃ)
২৫৪. হযরত হারেস বিন ছিম্মাহ(রাঃ)
২৫৫. হযরত উবাই বিন কা’ব (রাঃ)
২৫৬. হযরত আনাস বিন মুআজ (রাঃ)
২৫৭. হযরত আউস বিন সামেত (রাঃ)
২৫৮. হযরত আবু তাল্হা যায়েদ বিনছাহল(রাঃ)
২৫৯. হযরত হারেসা বিন সুরাকা(রাঃ)
২৬০. হযরত আমর বিন সা’লাবা (রাঃ)
২৬১. হযরত সাবেত বিন খানছা(রাঃ)
২৬২. হযরত আমের বিন উমাইয়াহ্(রাঃ)
২৬৩. হযরত মুহ্রিয বিন আমের (রাঃ)
২৬৪. হযরত সাওয়াদ বিনগাযিয়্যাহ(রাঃ)
২৬৫. হযরত আবু যায়েদ কয়েস বিনসাকান(রাঃ)
২৬৬. হযরত আবুল আওয়ার বিনহারেস(রাঃ)
২৬৭. হযরত হারাম বিন মিল্হান(রাঃ)
২৬৮. হযরত কয়েস বিন আবী সা’সা(রাঃ)
২৬৯. হযরত আব্দুল্লাহ্ বিন কা’ব(রাঃ)
২৭০. হযরত উসাইমা আসাদী (রাঃ)
২৭১. হযরত আবু দাউদ উমাইর (রাঃ)
২৭২. হযরত সুরাকা বিন আমর (রাঃ)
২৭৩. হযরত কয়েস বিন মাখলাদ (রাঃ)
২৭৪. হযরত নোমান বিন আব্দে আমর(রাঃ)
২৭৫. হযরত জহ্হাক বিন আব্দে আমর(রাঃ)
২৭৬. হযরত সুলাইম বিন হারেস (রাঃ)
২৭৭. হযরত জাবের বিন খালেদ(রাঃ)
২৭৮. হযরত সা’দ বিন সুহাইল (রাঃ)
২৭৯. হযরত কা’ব বিন যায়েদ (রাঃ)
২৮০. হযরত বুজাইর বিন আবিবুজাইর(রাঃ)
২৮১. হযরত ইৎবান বিন মালেক (রাঃ)
২৮২. হযরত মুলাইল বিন ওবারাহ(রাঃ)
২৮৩. হযরত হেলাল বিন মুআল্লাহ(রাঃ)
২৮৪. হযরত আনাছাহ আল হাবাশী(রাঃ)
২৮৫. হযরত বাহ্হাস বিন সালাবা(রাঃ)
২৮৬. হযরত জাব্র বিন আতীক (রাঃ)
২৮৭. হযরত আবু আয়্যুব আনছারী (রাঃ)
২৮৮. হযরত খিরাশ ইবনুস সিম্মাহ(রাঃ)
২৮৯. হযরত খুরাইম বিন ফাতেক(রাঃ)
২৯০. হযরত খুবাইব বিন ইছাফ (রাঃ)
২৯১. হযরত খুবাইব বিন আদী (রাঃ)
২৯২. হযরত খিদাশ বিন কাতাদা(রাঃ)
২৯৩. হযরত খালেদ বিন সুওয়াইদ(রাঃ)
২৯৪. হযরত রাফে’ বিন আল মুআল্লা(রাঃ)
২৯৫. হযরত রুখায়লা বিন সা’লাবা(রাঃ)
২৯৬. হযরত সাব্রা বিন ফাতেক(রাঃ)
২৯৭. হযরত সুহাইল বিনরাফে’ (রাঃ)
২৯৮. হযরত সুওয়াইবিত বিনহারমালা(রাঃ)
২৯৯. হযরত তুলাইব বিন উমাইর (রাঃ)
৩০০. হযরত উবাদা বিন খাশখাশকুজায়ী(রাঃ)
৩০১. হযরত আব্দুল্লাহ্ বিন জুবাইরবিননোমান (রাঃ)
৩০২. হযরত আবু সালামা বিন আব্দুলআসাদ (রাঃ)
৩০৩. হযরত আব্দুল্লাহ্ বিন আব্স (রাঃ)
৩০৪. হযরত আব্দুল্লাহ্ বিন উনায়েছ(রাঃ)
৩০৫. হযরত উবাইদ বিন সা’লাবা(রাঃ)
৩০৬. হযরত উমায়ের বিন নিয়ার(রাঃ)
৩০৭. হযরত মালেক বিন আবীখাওলা(রাঃ)
৩০৮. হযরত মালেক বিন কুদামা(রাঃ)
৩০৯. হযরত মুরারা বিনরবী’ (রাঃ)
৩১০. হযরত মাসউদ বিন খাল্দাহ(রাঃ)
৩১১. হযরত মুআজ বিন হারেস (রাঃ)
৩১২. হযরত মা’কিল বিন আলমুনযির(রাঃ)
৩১৩. হযরত নোমান বিন আছার বিনহারেছ (রাঃ)
Share:

ফ্রাইড রাইস কিভাবে তৈরি করবেন


উপকরণ: সরু চাল ২০০ গ্রাম। মোরগের কলিজা ৪টি। মটরশুঁটি ছাড়ানো ১০০ গ্রাম। চিংড়ি ৬০ গ্রাম। মোরগের মাংস ২০০ গ্রাম। ডিম ৩টি। সয়াসস ২ টেবিল-চামচ। তেল ৫ টেবিল-চামচ। মরিচ গুঁড়া চা-চামচের ৪ ভাগের ১ ভাগ। অঙ্কুরিত ডাল ৭৫ গ্রাম। লবণ ও গোলমরিচ স্বাদমতো।

পদ্ধতি: ভালোমতো চাল ধুয়ে ফুটন্ত লবণ পানিতে  চাল ১০ মিনিট ফোটান।১০ মিনিটপর ঝাঁঝরিতে ভাত ঢালুন। ট্যাপের নিচে ধরে ঠাণ্ডা পানিতে ভাত ধুয়ে নিন। পানি গুলো ঝরান। উপকরণ সমূহ: মটরশুঁটি, মাংস, চিংড়ি ও কলিজা, আলাদা আলাদা ভাবে আধা সিদ্ধ করে ভাতের সাথে মেশান। ডিমের মধ্যে সয়াসস, লবণ, গোলমরিচ, মরিচ ও চিনি দিয়ে ফেটিয়ে রাখুন। অঙ্কুরিত ডালগুলো গামলায় নিয়ে উপরে ফুটন্ত পানি ঢেলে দিন। সাথে সাথে পানি ঝরিয়ে ঠাণ্ডা পানিতে রাখুন। পাতিলে তেল গরম করুন। ভাতগুলো ১০ মিনিট  ধরে নেড়ে ভাজুন। অঙ্কুরিত ডাল দিয়ে একবার নাড়াছাড়া করুন। ফেটানো ডিম ভাতের মধ্যে ঢেলে দিন। ডিম ঘন হতে শুরু করলে মাঝে মাঝে নেড়ে মেশান। এবার গরম গরম পরিবেশন করুন।








* ভালো লাগলে শেয়ার করুন।
Share:

2,100 pregnant Colombian women infected with Zika virus


Dhaka: Over 2,100 pregnant Colombian women are infected with the mosquito-borne Zika virus, the country's national health institute said on Saturday, as the disease continues its spread across the Americas.

The virus has been linked to the devastating birth defect microcephaly, which prevents fetus' brains from developing properly. There is no vaccine or treatment.

There are 20,297 confirmed cases of the disease in Colombia, the national health institute said in a epidemiology bulletin, among them 2,116 pregnant women.

An Aedes Aegypti mosquito is photographed on human skin in a lab of the International Training and Medical Research Training Center (CIDEIM) on January 25, 2016, in Cali, Colombia.

There are so far no reported cases of microcephaly or deaths from the virus in Colombia.

The institute said 37.2 percent of pregnant women with Zika live in Norte de Santander province, along the eastern border with Venezuela.

Earlier figures from the health ministry showed 560 pregnant women had the disease, out of more than 13,500 infections.

Zika cases have been confirmed in 23 countries and territories in the Americas and scientists are racing to develop a vaccine for the virus.

Nearly half of Colombia's Zika cases have been reported in the country's Caribbean region, the bulletin said. More than 60 percent of those infected are women.

The health ministry has said Zika infection falls within the health requirements women must meet to get abortions in the country, which restricts the procedure unless patients are victims of rape, have significant medical problems or the fetus is fatally deformed.

Members of the Migente foundation check mosquito traps in the Paris neighborhood, Bello municipality, Antioquia department, Colombia on January 26, 2016.

Many women, especially those living far from large cities, struggle to find abortion providers even when they meet the legal requirements and illegal abortions are widespread.

The government has urged women to delay pregnancy for six to eight months to avoid potential infection. Officials expect up to 700,000 cases.

Brazil is the country hit hardest by the disease. It has reported around 3,700 cases of microcephaly strongly suspected to be related to Zika.

The World Health Organization has said as many as 4 million people in the Americas may become infected.

Source: Newsbangladesh
Share:

30th Nat'l Poetry Festival starts tomorrow

DHAKA: The 30th National Poetry Festival will be held from February 1, this year, with the slogan of "peace and fraternity."


Versatile Writer Syed Shamsul Haq will inaugurate the function at 10 in the morning, which will be preceded by placing wreaths at the Language Martyrs' Monument.

The festival started in 1987 to protest the autocratic rule prevailing then.

Poets from rural areas of Bangladesh and also from India, Sweden, Norway, Morocco and Taiwan will be attending the Festival this year.




Source: BSS
Share:

SSC exam begins tomorrow


DHAKA:  The Secondary School Certificate (SSC) and equivalent examinations-2016 under ten education boards are set to begin tomorrow.

A total of 16,51,523 students from 28,119 educational institutions will appear in the exams this year. Of them 8,42,933 students are male and 8,08,590 female.

As many as 1,72,257 students have increased in the SSC and equivalent examinations compared to the last year's examination.

Education Minister Nurul Islam Nahid said this while addressing a press briefing in the conference room of the Education Ministry here on Saturday.

Education Secretary Md. Sohrab Hossain, senior officials of the education ministry and chairmen of the different education boards, among others, were present on the occasion.

An extra 20 minutes time will be given for students with disabilities in the SSC and the equivalent examinations while examinees with autism will be given 30 minutes, Nahid added.

A total of 13,04,274 students will participate in the SSC examination under eight general education boards. Of the students, 6,42,507 candidates are male and 6,61,767 female.

Some 2,48,865 students will appear in the Dakhil examinations while 98,384 students will participate in the SSC (vocational) examination.

A total of 14,79,266 students appeared in the SSC and equivalent examinations in 2015. Of them, 7,63,339 students were male and 7,15,927 female.

For the first time, seven examinees with autism will appear in the SSC examination this year, Nahid said adding, establishment of an autism academy is underway to deal with the students, who suffer from neurodevelopment disorder aiming to help them continue their studies.

The government has taken massive initiatives to get children of underprivileged groups into school aiming to ensure inclusive education in the country, he added.

A total of 404 students from eight overseas centres will appear in the SSC examinations this year. Examinations of all subjects, except Bangla second paper, English first and second paper, will be held under creative question paper, the education ministry sources said.


Source: BSS
Share:

Sabira Sultana's passion for Nazrul Songs


DHAKA:  Being attracted by the variety, novelty and mellifluous uniqueness, Sabira Sultana developed a very special passion for Nazrul Giti (Sangeet) from her early age.



Born and raised in a culturally oriented family, Sabira Sultana's love for music began at an early age. Her beloved father used to wake her up every morning doing reyaaz (practice) which is sine qua non for preparing the voice.
Sabira Sultana

When Sabira Sultana was a student of class four, she started learning music lesson. She also completed a two-year course in Nazrul Sangeet.

At the Nazrul Institute, she learnt a lot from many renowned veteran artistes at the institute.

In an exclusive interview, Sabira said, "I have performed as a singer in different TV channels, radios and stage programmes"

Her first music album titled "Nil Paharer Meye" was released from Fahim Music in 2005. The second music album titled "Megher Deshe Veshe Veshe" was launched from Impress Audio Vision Limited this year. Both the music albums consist of 12 modern songs.

On her taste about music, she said, "I remember, from childhood, my father inspired me with his immense passion for music. I used to sing song with different genres."

Sabira said, "It is necessary to promote and uphold Nazrul Sangeet in our country. I urge the government as well as musical organizations to work together for promoting Nazrul Sangeet to enrich Bangla music for the future generations."

"Nazrul songs should be made appealing to our next generation, so that the legacy of Nazrul Sangeet continues," she added. Alongside her brilliant appearance as a singer with different genres of songs, Sabira equally proved her talent as a composer as she writes many popular songs.

Her first music album "Nil Pharer Meye" contains 12 songs. The number of songs composed by Sabira Sultuta is five. She also wrote equal number of songs in her second album "Megher Deshe Veshe Veshe".

Sabira Sultana is also a promising writer in the Bangla literature. The number of her published books is 13. She also has special passion for composing songs and that she wants to continue it for the music lovers of the country. 

Source: BSS
Share:

Training on post-earthquake management ends in Rangpur


RANGPUR:  The third batch three-day ' Basic Training on Search & Rescue, First Aid & Fire Fighting for Urban Volunteers' ended at the Training Centre of Rangpur Fire Service and Civil Defense Station on Saturday afternoon.

The third batch three-day ' Basic Training on Search & Rescue, First Aid & Fire Fighting for Urban Volunteers' ended at the Training Centre of Rangpur Fire Service and Civil Defense Station on Saturday afternoon.


Rangpur City Corporation (RCC) and 'Pollishree' jointly organised the training course with technical assistance of Fire Service & Civil Defense under ''Enhancing Inclusive Disaster Resilience in Bangladesh' project being funded by Oxfam.

The National Alliance for Risk Reduction & Response Initiatives Consortium and European Commission Humanitarian Aid & Civil Protection extended cooperation in arranging the course to institutionalise the Community-based Disaster Management Preparedness Model at ward levels.

The expert trainers of Fire Service and Civil Defense conducted the training course participated by 50 urban male and female youth volunteers of Rangpur city to enhance their skill and efficiency for post- earthquake managements.

The urban volunteers were provided practical training for conducting post earthquake emergency rescue operations, providing first aids and fire extinguishing with maximum efficiency to reduce losses of human lives.

Senior Station Officer of Rangpur Fire Service & Civil Defense Station and Course Coordinator Shahidul Islam addressed the concluding ceremony as the chief guest with Co-Course Coordinator Manjil Haque in the chair.

Fire Service & Civil Defense personnel Rafikuzzaman, Mahmudul Hassan, Khurshid Alam, Project Officer of 'Pollishree' Fazlul Haque and its Master Trainer Asaduzzaman Afzal also spoke.

The speakers said urban volunteers should have early preparedness, skill and knowledge for applying efficient emergency response systems to ensure proper post-earthquake managements for substantially reducing the extent of losses of human lives.

They urged the participating urban youth volunteers for mobilising local community leaders and public representatives in disseminating knowledge on natural disasters and early preparedness among the community people to reduce losses.

The chief guest suggested the participants for utilising the knowledge and skill acquired from the training in providing basic first aids timely on spots after earthquake to ensure efficient emergency response management systems to minimise losses of lives



Source: BSS
Share:

জেনে নিন বড় লোক হওয়ার ১০টি উপায়!

আমরা কম বেশি সবাই বড়লোক হতে চাই। ইচ্ছা থাকলেই তো আর বড়লোক হওয়া যায় না, কিছু উপায় বের করতে হবে। আপনাদের জন্য সহজেই বড়লোক হওযার ১০টি উপায় দেওয়া হলো।
 
১)
সবার আগে ঠিক করুন  আপনি কোন ধরনের বড়লোক হতে চান? ব্যবসার মাধ্যমে নাকি চাকরি করে। বড়লোক হওয়া মানে প্রচুর টাকার মালিক হওয়া নাকি বড় মনের মানুষ হওয়া। ব্যবসা করে বড়লোক হতে হলে ধাপে ধাপে চেষ্টা করুন। লাভের টাকার সাথে সামঞ্জস্য রেখে বিনিয়োগ করার চেষ্টা করুন। একটি ব্যবসায় আটকে না থেকে ব্যবসার পরিধি বাড়ানোর চেষ্টা করুন। অথবা চাকরি করে বড়লোক হতে হলে আগে টিম লিডারশিপ হতে চেষ্টা করতে হবে। কাজের পাশাপাশি নতুন নতুন আইডিয়া তৈরির চেষ্টা করুন। অফিসের সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে বসকে আপনার কাজের ভাল দিকটা বোঝানোর চেষ্টা করুন।
 


২)
সবসময় স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু সবার আগে সঠিক পরিকল্পনা করুন?  বড়লোক হব এধরনের স্বপ্ন দেখাটা ভাল। কিন্তু মনে রাখতে হবে সঠিক পরিকল্পনায় এগুচ্ছেন কিনা? সবসময় কাজের পরিকল্পনা ডায়েরিতে লিপিবদ্ধ করুন। কিভাবে বড়লোক হবেন তার বাৎসরিক পলরকল্পনা তৈরি করে সে মোতাকে চলার চেষ্টা করুন।

৩) 
সময়কে কাজে লাগান, বিনিয়োগ করার আগে ভাবুন-দিনের ২৪ ঘণ্টাকে ভাগ করে নিন। রোজগার করতে হলে পরিশ্রম করতে হবে। কিন্তু তার চেয়েও বেশি করতে হবে সময় পরিকল্পনা। ধরা যাক আপনি চাকরি করেন। মানে ৯-১০ ঘণ্টা আপনি কাজে থাকার চেষ্টা করুন। টিউশনিও খারাপ অপশন নয়। যে অতিরিক্ত সময়টা কাজ করছেন সেই টাকাটা বিনিয়োগ করুন। ভুলে যাবেন না বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়।
 
৪) 
চোখ কান খোলা রাখুন, রোজগারের পন্থা আসতে পারে যে কোনও জায়গা থেকে– সব সময় চোখ কান খোলা রাখুন। ইন্টারনেটটা খুব ভাল করে ঘেঁটে ফেলনু। গোটা দুনিয়াটা লুকিয়ে আছে নেট দুনিয়ায়। সেখান থেকে রোজগারের পন্থা বের করুন। মাথা খাঁটান।

৫)
পড়াশোনা, কোর্স করে নিজের যোগ্যতা বাড়ান, এতে পদোন্নতি হবে সবদিকে পড়াশোনা চালিয়া যান। আপনার যা যোগ্যতা সেটা সবসময় বাড়িয়ে চলুন। বিএ পাশ হলে এমএ করুন। মাস্টার ডিগ্রি থাকলে পিএইচি করুন। যুগপোযোগি কোর্স করুন। এতে একদিকে আপনার সিভি ভারী হবে, আপনার যোগ্যতা বাড়বে। তার চেয়েও বড় কথা আপনার আত্মবিশ্বাস বাড়বে। রোজগারের আরও অনেক পথ বাড়বে। বিভিন্ন কোম্পানিতে লোভনীয় চাকরির প্রস্তাব আসবে।
 
৬)
 শুধু পছন্দসই চাকরি নয়, চাকরির জায়গাটাকেও গুরুত্ব দিন–শুধু পছন্দসই চাকরিতে পেয়েছেন বলেই আত্মহারা হবেন না। চাকরির জায়গাটাও গুরুত্ব দিন। ধরুন আপনি চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত। তাহলে চেষ্টা করুন এই কাজের সেরা জায়গায় কাজ করতে। এটা ঠিক যোগ্যতা থাকলে যে কোনও জায়গা থেকে উজ্জ্বল হওয়া যায়। তবে এটাও ঠিক অনেক সময় পেশাদার আবহ আপনার কাছ থেকে সেরাটা বের করে নেয়। তাই একেবারে সেরা জায়গায় কাজ করলে আপনার সেরাটা দেওয়া যায়। তাই সেরাটা পাওয়ায় যায়।

৭) 
একই চাকরিতে বছরের পর বছর আটকে না থেকে ভাল সুযোগ পেলে নতুন জায়গায় যান– বছরের পর বছর একই কোম্পানিতে কাজ করে যাচ্ছেন। শুধু এই কথা ভেবে ‘যাক চলে যাচ্ছে, রোজগার তো করছি, খেতে তো পাচ্ছি’। এভাবে না ভেবে সুযোগ তৈরি করুন, সুযোগ কাজে লাগান। কোম্পানি পরিবর্তন করলে একদিকে মাইনে, পদ বাড়ে, অন্যদিকে বাড়ে আত্মবিশ্বাস, আসে নতুন কিছু করার মানসিকতা। তাই ভাল সুযোগ পেলে নতুন জায়গায় যান।

৮) 
খরচের জায়গাগুলো একটু ভাল করে খেয়াল করুন–আপনি হয়তো ভাল রোজগার করছেন। কিন্তু মাসের শেষে দেখছেন সেই ভাঁড়ে মা ভবানি অবস্থা। তাহলে এক কাজ করুন দেখুন তো আপনার খরচগুলো ঠিক কোথায় কোথছায় হচ্ছে। আচ্ছা, আপনার লাইফস্টাইলটা কী একটু বড়লোকি হয়ে যাচ্ছে না। হয়তো এর চেয়ে একটু কম খরচ হলেও আপনার চলে যায়। এসবই আপনি বুঝতে পারবেন যদি খরচের জায়গাগুলো একটু লিখে রাখেন। দেখবেন পরে চোখ বোলালে বুঝবেন কোন জায়গাগুলো একটু চেক করতে হবে।

৯)
 ব্যতিক্রমি কিছু ব্যবসা-বিনিয়োগের কথা ভাবুন– দুনিয়ার বেশিরভাগ বড়লোক মানুষই ব্যতিক্রমী কিছু ভাবনার ওপর ভর করে ব্যবসা করেই নিজেদের ওপরে নিয়ে গিয়েছেন। আচ্ছা একবার ভাবুন scotch brite-এর কথা। আগে তো আমারা এমনি ন্যাকড়া দিয়েই বাসনপত্র মাজতাম। কিন্তু কেউ একজন ভেবেছিলেন এমন একটা কিছু আনতে হবে যা দিয়ে ন্যাকড়াকে বদলে অ্য অভ্যাস করানো যায়। কিংবা ধরুন আজকালকার অনলাইন শপিং। অ্যামাজন, ফ্লিপকার্টের মালিকরাও ব্যতিক্রমি ভেবেছিলেন। আপনিও ভাবুন, পড়ুন, দেখুন। নতুন ব্যবসার ভাবনা লুকিয়ে আছে আমাদের চোখের সামনে, শুধু আমরা সেটা দেখতে পারছি না। এই ভাবনা, আর তারপর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার ওপরেই আপনার উজ্জ্বল ভবিষ্যত নির্ভর করছে।

১০) 
টাকার পিছনে ছুটবেন না, টাকাকে নিজের পিছনে ছোটান– বড়লোক হতে গেলে টাকার পিছনে ছুটলেই চলে না। দেখবেন ঠিক পরিকল্পনা করে চলে টাকাই আপনার পিছনে ছুটবে। আচ্ছা নিন একটা ঘটনমা বলি। বিল গেটসের। বিল গেটস একদিন এক বিশ্ববিদ্যালয়ে গেলেন লেকচার দিতে। অনেক কথা ছাত্রদের সঙ্গে শেয়ার করার পর যখন বিলের বক্তৃতা শেষ হল, তখন হঠাত্ই তাঁর পকেট থেকে ১০ ডলার পরে গেল। বিল কিন্তু সে টাকাটা কুড়োলেন না। সবাই তখন অবাক হয়েছিলেন। বিল কারণ হিসেবে বলেছিলেন, ওই টাকা কুড়োতে যত সময় খরচ হল, ওই সময় ব্য করে তিনি তার চেয়ে বেশি টাকা রোজগার করতে পারেন। নিজেকে এমনভাবেই তৈরি করুন। শুধু টাকার পিছনে ছুটবেন না। সময়কে, কাজকে উপভোগ করে কাজ করুন।

Share:

আবারোও মাঠে নামবেন ব্রাজিলের তারকা আদ্রিয়ানো




প্রথমআলোটোয়েন্টিফোর ডেক্স: ২০১০ সালে ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে অবসর নেয়া তারকা স্ট্রাইকার আদ্রিয়ানো আবারও মাঠে নামবেন। আমেরিকার চতুর্থ সারির দল মিয়ামি ইউনাইটেডে যোগ দিলেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।


৩৩ বছর বয়সী আদ্রিয়ানো ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ। ব্রাজিলের জার্সি গায়ে ২৭টি গোল করা এই স্টাইকার রোনালদো-রোনালদিনহোর মতো গ্রেট তারকা খেলোয়াড়দের সাথে খেলেছেন। গত ২ বছর তিনি কোন ম্যাচ খেলেননি। সবশেষ ২০১৪ সালে মাঠে নেমেছিলেন।

দীর্ঘ ২ বছর বিরতির পর আবারও মিয়ামি ইউনাইটেডের হয়ে মাঠে দেখা যাবে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা ও  ফিফা করফেডারেশন কাপের শিরোপা জয়ী এই খেলোয়াড়কে।

মিয়ামি ইউনাইটেডের প্রেসিডেন্ট রবার্তো সাক্কা জানান, আমরা গত কয়েক মাস থেকে আদ্রিয়ানোকে পাওয়ার জন্য তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছি। এছাড়াও ব্রাজিলে গিয়েও আদ্রিয়ানোর সঙ্গে যোগাযোগ করেছি। অবশেষে তার সাড়া পেয়ে আমরা দারুন খুশি, আমরা মনে করি, আমেরিকায় আদ্রিয়ানো নিজেকে প্রস্তুত করেই খেলতে পারবে।

আমাদের ক্লাবে খেলার জন্য আদ্রিয়ানো প্রায় ১৮ পাউন্ডে ওজন কমিয়েছে। সে নিজেকে শতভাগ ফিট করার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছে। তার অভিজ্ঞতা আমাদের ক্লাবের বাকি সদস্যদের সাহায্য করবে।
আদ্রিয়ানো প্রসঙ্গে সাক্কা আরও জানান, মেজর লিগ সকারে খেলার ইচ্ছা ও পোষণ করেছে আদ্রিয়ানো। আমি বিশ্বাস করি আগামী বছরই সে মেজর লিগ সকারের অন্যতম ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরতে পারবে। আদ্রিয়ানো বিশ্বের অন্যতম সেরা একজন স্ট্রাইকার । খেলার যেকোন মুহূর্তে সে নিজের সেরাটা দিতে সক্ষম।


ইন্টার মিলান ও রোমার মতো বিখ্যাত ফুটবল ক্লাবের হয়ে খেলা আদ্রিয়ানো খেলেছেন ৩৯৪টি ম্যাচ এবং গোল করেছেন ১৭৬টি।


Share:

Wednesday, January 27, 2016

13 shops gutted in Gazipur fire


Prothom-alo24.com Desk: At least 13 shops were gutted in a fire that broke out at kon abari New market area of Gazipur City Corporation early Morning of January 27 (Wednesday).


The fire originated around 3:00am at Konabari New Market .

Officer of Joydenpur fire service station M Hasibur Rahman this reporter that on information, eight firefighting units 3 from Joydebpur fire station, 2 from Kaliakoir, 1 each from Savar EPZ & Tongi fire station.

In the time, at least 13 shops were gutted. However, the extent of loss in the fire is estimated at Tk 50-lakh.

Share:

সকল ছাত্রলীগ নেতা-কর্মীকে যে নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন এখন থেকেই সকল ছাত্রলীগ নেতা-কর্মীকে আগামী ২০২০ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী পালনের আগেই বঙ্গবন্ধু'র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ  অক্লান্ত পরিশ্রম করবে বলে তিনি জানান।

গত ২৪ জানুয়ারী ২০১৬ ঢাকা মহানগর উওর ছাত্রলী আয়োজিত ৬৮ তম প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন ৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২’র শিক্ষা আন্দোলন ৬৬'র ৬ দফা ৬৯'র গণ অভুথ্যান, ৭১'র মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অপরিসীম ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতা ২০১৪ইং ৫ জানুয়ারি ছাত্রলীগের নেতা কর্মীরা রাজপথে থেকে গণতন্ত্রের বিজয় এনেছিলেন।  ছাত্রলীগের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জনের শেষ নেই।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উওর ছাত্রলীগ সভাপতি সৈয়দ মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, ছাত্রলীগের  সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামিম, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সহ-সভাপতি আজিজুল হক রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।


Share:

পুরাতন প্রেম ভুলে যাওয়ার ১০টি উপায়


 

সবার জীবনে প্রেম আসে
 তাই তো সবাই ভালোবাসে।
প্রথম যারে লাগে ভালো
যায় না ভোলা কভু তারে।…..


বিশিষ্ট সংগীত শিল্পী এন্ডু কিশোরের সেই বিখ্যাত গানটির মতোই সবার জীবনেই একবারের জন্য হলেও প্রেম উকি দিয়ে যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অনেকেই সেই প্রথম প্রেমটি শেষ পর্ন্ত টিকিয়ে রাখতে পারে না বা পরিবারের চাপে প্রথম প্রেমটি ভুলে যেতে হয়।


ভুলে যাওয়ার ১০টি উপায়ঃ
১. আপনার বন্ধু বা পরিচিত কাউকে প্রেম বিষয়ে সাহায্য করবেন না, এতে আপনার পুরোনো  প্রেমের অনুভূতি গুলো জেগে ওঠতে পারে।
২. সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন।
৩. সর্দা আপনার ভবিষ্যত ক্যারিয়ার গঠনের চিন্তা করুন।
৪. বন্ধুদের সাথে প্রেম বিষয়ক কোন গল্প করবেন না।
৫. সর্দা নতুন কিছু করার চেষ্টা করুন।
৬. ধমীয় কাজে মনোনিবেশ করুন।
৭. পুরাতন প্রেমের স্মৃতিজড়িত সরঞ্জাম বা উপহারগুলো নষ্ট করে ফেলুন অথবা দুরে সরিয়ে রাখুন
৮. আত্মীয়ের স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারেন। এতে কিছুটা মানসিক প্রশান্তি পাবেন।
৯. অন্যান্য বন্ধুদের সাথে বেশি বেশি সময় কাটান।
১০. খেলা ধুলায় নিজেকে মনোনিবেশ করুন।


Share:

Tuesday, January 26, 2016

অতিথি পাখি আগমণের একটি অসাধারণ ভিডিও


জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ধারন করা
Share:

Tower Challenger amazing ride at Jamuna Future Park

Asian Largest Shopping Mall Jamuna Future Park with amusement Park. very wonderful ride here for visitor

Share:

Monday, January 25, 2016

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আদালতে



 বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে এক আইনজীবীর করা রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে তলব করেছে আদালত।
 

বিএনপি চেয়ারপারসন খালেদাকে আগামী মার্চের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার।

খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী, যিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

সরকারের অনুমোদন পাওয়ার পর সোমবার সকালে আদালতে গিয়ে তিনি এই রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ দাখিল করেন।

বিচারক পরে বাদীর জবানবন্দি শুনে আদেশ দেন বলে বাদীপক্ষের অন্যতম আইনজীবী আমিন উদ্দিন মানিক জানান।

এদিকে বিচারক খালেদার বিরুদ্ধে মামলা আমলে নেওয়ায় আদালতের বাইরে বিক্ষোভ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। সময় তারা সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন। 

গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।

ওই বক্তব্যেদেশদ্রোহীমনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে অভিযোগ করে গত ২৩ ডিসেম্বর তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান আওয়ামী লীগপন্থি আইনজীবী নেতা মেহেদী। 

ওই নোটিসে খালেদাকে জাতির কাছেনিঃশর্ত ক্ষমাচেয়ে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিতে বলা হয়।

নোটিসের জবাব না পেয়ে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা দায়েরের অনুমোদন চেয়ে আবেদন করেন মেহেদী। এর ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারি অনুমোদন মেলে।

বাংলাদেশের আইনে যে কোনো বিচারপ্রার্থী আদালতে গিয়ে অভিযোগ জানিয়ে প্রতিকার চাইতে পারেন। তবে কারও বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে চাইলে সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়।

মেহেদীকে সেই অনুমতি দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার সাংবাদিকদের বলেন, “ সংক্রান্ত একটি চিঠি আমাদের কাছে এসেছিল। আমরা একটা গাইডলাইন দিয়েছি। বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মামলা হলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, “তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অবশ্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেনের দাবি, খালেদার ওই রাষ্ট্রদ্রোহ আইনেরসংজ্ঞায় পড়ে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনের দিকটি খতিয়ে না দেখেআবেগের বশেসিদ্ধান্ত নিয়েছে।

এটি ভুল ধারণার ওপর করা হয়েছেএবং সরকারও আবেগের বশবর্তী হয়ে এই মামলা করার অনুমতি দিয়েছেন আইনের বিধান মোতাবেক। এটি সঠিক হয় নাই।


 

Share:

মেলায় বিকাশ অ্যাকাউন্ট খুললেই টিকিট ফ্রি



ঢাকা: বাণিজ্য মেলায় মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুললেই মেলায় প্রবেশের টিকিট ফ্রি পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকদের জন্য টাকা উত্তোলনের ব্যবস্থাও করেছে সংশ্লিষ্টরা। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যে মেলায় ঘুরে চিত্র দেখা গেছে।
 
মেলার প্রধান ফটকের এক দুই নম্বর গেটের সামনে গেলেই চোখে পড়েবিকাশ ওয়ালেট খুললে মেলায় প্রবেশ টিকিট ফ্রিলেখা কাউন্টার।

সেখানে কয়েকজন কর্মীও নিয়োজিত রয়েছেস, যারা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় পরিচপত্র অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের মূল ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে থাকলেই বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়।

তবে ছবি কাছে না থাকলেও কোনো সমস্যা নেই। ছবি তোলার ব্যবস্থা বিকাশ কর্তৃপক্ষ করেছে।

বিকাশের এমনই সব আয়োজনে দর্শনার্থীদের বেশ খুশি মনে হয়েছে। আর মেলাতে স্টল খুলে বেশ সাড়া পাওয়ার কথাও জানালেন সংশ্লিষ্টরা। 

দুপুরে বিকাশ বুথ থেকে টাকা তুলে কেনাকাটার উদ্দেশ্যে বিভিন্ন স্টলে ঘুরছিরেন মহাখালীর আরিফুল ইসলাম।

জানালেন, মেলায় এসে একটি পোশাক পছন্দ হয়ে গেলো। কাছে নগদ টাকা ছিল না, বিকাশ অ্যাকাউন্টে ছিল। টাকা ক্যাশ করে তা কিনতে যাচ্ছি।

এদিকে বিকাশ অ্যাকাউন্ট খুলে মেলায় ফ্রি প্রবেশ করতে পারায় খুবই খুশি ব্যবসায়ী মনিরুল ইসলাম।

উল্লসিত এই ব্যবসায়ী বলেন, অনেকদিন ধরে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলবো, খুলবো করছি। কিন্তু সময় আর সুযোগের  অভাবে তা খোলা হচ্ছিল না। আজ সময় সুযোগ দুটোই হলো। সঙ্গে মেলায় প্রবেশের টিকিটও ফ্রি পেয়েছি।

বিকাশের মুখপাত্র জাহেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, অনেকেই নগদ টাকা নিয়ে মেলায় আসা নিরাপদ মনে করেন না। তারা ইচ্ছে করলেই বিকাশের মাধ্যমে মেলা থেকে টাকা উত্তোলন করে কেনাকাটা করতে পারবেন। আবার দেখা গেলো হঠাৎ করে টাকা দরকার হলো কাউকে বললো বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিতে, আর ওই ব্যক্তি মেলার বুথ থেকে তা উত্তোলন করতে পারবেন।

তিনি জানান, শুধু নগদ টাকার লেনদেনই নয় বিকাশের মাধ্যমে শপিং মলে কেনাকাটা, রেস্টুরেন্টে বিল, ট্যাক্সি ক্যাবের ভাড়া পরিশোধসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।

বিকাশের মাধ্যমে সবাইকে সর্ব্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে ৩১ তারিখ পর্যন্ত।


Share:

শত কোটি টাকার সরকারি জমি হাতিয়ে নিল বিএসআরএম



ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে রাষ্ট্রায়ত্ত একটি কারখানার প্রায় এক কোটি টাকা দামের জমি মাত্র ১৭ কোটি টাকায় খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমিটি কেনাবেচার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম জালিয়াতি হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
 
জমিটি পাট বস্ত্র মন্ত্রণালয়ের অধীন ক্যারোলিন সিল্ক মিল নামে একটি রাষ্ট্রায়ত্ত কারখানার। শ্রমিক-কর্মচারিদের কাছে হস্তান্তর করা জমিটি পানির দরে বিক্রি করে দেয়ার বিষয়টি জানতে পেরে এখন মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করছে।  মন্ত্রণালয়ের পক্ষ থেকে জমিটি ফেরত নেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়ে জানতে চাইলে বিএসআরএম নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র যাচাইবাছাই করে সম্পূর্ণ আইনানুগভাবেই জমি কেনা হয়েছে।  আমরা কারখানা কিনিনি, শুধুমাত্র জমি কিনেছি।  এক্ষেত্রে কোনো ধরনের আইন লঙ্ঘন হয়নি।

অনুসন্ধানে জানা গেছে, ১৯৬৪ সালে ঢাকা-চট্টগ্রাম সড়কের ফৌজদারহাটে .৬৯ একর জমির ওপর ক্যারোলিন সিল্ক মিল প্রতিষ্ঠা করা হয়েছিল।  কিন্তু অব্যাহত লোকসানের মুখে সরকার ২০১০ সালে সেটি শ্রমিক-কর্মচারীদের কাছে বিনা মূল্যে হস্তান্তর করে।  চুক্তির শর্ত ছিল, মিলটি বা মিলের হস্তান্তরযোগ্য-অযোগ্য কোনো সম্পদ বিক্রি করা যাবে না।

কিন্তু সম্প্রতি মিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসাহাক (শ্রমিক নেতা) বিএসআরএম কাছে ১৭ কোটি ৩৪ লাখ টাকা দামে মিলের পুরো জমি বিক্রি করে দেন।  স্থানীয়দের দাবি, বর্তমানে ফৌজদারহাট এলাকায় ওই জমির বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।  অনিয়মের মাধ্যমে ১০০ কোটি টাকার জমি পানির দরে পেয়েছে বিএসআরএম।

অভিযোগ পাওয়া গেছে, কেনার পর বিএসআরএম জমিটির দখলও নিয়েছে।  তারা সিসিটিভি ক্যামেরায় কারখানার পুরো এলাকা ঘিরে রেখেছে।

এদিকে মিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাকের বিরুদ্ধে অন্যান্য পরিচালকদের স্বাক্ষর জাল করে জমি বিক্রির অভিযোগ উঠেছে।  এজন্য ৩৫ জন পরিচালক মিলে আদালতে একটি মামলা দায়ের করেছেন।

সূত্র জানায়, কারখানায় সরকারের মালিকানা শেয়ারও আছে।  বিএসআরএম জমি কিনেছে মোহাম্মদ ইসহাকের কাছ থেকে।  ইসহাকের সরকরি শেয়ারসহ জমি বিক্রির বৈধতা আছে কিনা তা কেনার সময় বিএসআরএম যাচাই করে দেখেনি।



Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন